রাস্তা নির্মাণে স্টোন চিপসের বদলে কারখানার বর্জ্য পাথরের ব্যবহার
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: রাস্তা নির্মাণে স্টোন চিপসের বদলে কারখানার বর্জ্য পাথর ব্যবহার করায় বুধবার বিষ্ণুপুরের নতুনগঞ্জ এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁরা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে সরব হন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বলেন, নতুনগঞ্জে রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। আমাদের মুখ্যমন্ত্রী এত কষ্ট করে টাকা জোগাড় করে গ্রামের রাস্তা তৈরি করছেন। কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার এক সুপারভাইজার প্রভাতকুমার নন্দী বলেন, নির্মাণকাজে কোনও অনিয়ম করা হয়নি। এস্টিমেটে রাস্তার নীচেরস্তরে পাথর দেওয়ার কথা বলা হয়েছে। নির্দিষ্ট করে কোন পাথর দিতে হবে, তা বলা নেই। সেই জন্য আমরা কারখানার বর্জ্য পাথর ব্যবহার করছি। তবে তা ঢালাই করার ক্ষেত্রে ব্যবহার করা হবে না। স্টোন চিপস দিয়ে ঢালাই করা হবে। স্থানীয় বাসিন্দারা এনিয়ে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের দ্বারিকা-গোঁসাইপুর গ্রামপঞ্চায়েতের নতুনগঞ্জ ক্যানেলপাড় থেকে মাচানতলার বটতলা পর্যন্ত কংক্রিটের ঢালাই রাস্তা মঞ্জুর হয়। ৯৪৫মিটার রাস্তা নির্মাণে ৫০লক্ষ টাকা বরাদ্দ হয়। টেন্ডার প্রক্রিয়ার পর সম্প্রতি একটি ঠিকাদার সংস্থার কর্মীরা ওই কাজ শুরু করেন। কিন্তু, প্রথমেই অনিয়ম ধরা পড়ে। দেখা যায় স্টোন চিপসের বদলে স্পঞ্জ আয়রন কারখানার কম দামি বর্জ্য পাথর দিয়ে তা তৈরি করা হচ্ছে। এরপরেই স্থানীয় বাসিন্দারা রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ তোলেন। বুধবার তাঁরা রাস্তায় একপ্রস্থ বিক্ষোভও দেখান। তাঁরা বর্জ্য পাথরের বদলে স্টোন চিপস ব্যবহারের দাবি তোলেন। স্থানীয় বাসিন্দা নেপাল ছাঁতাইত বলেন, আমাদের গ্রামে রাস্তা তৈরিতে স্টোন চিপসের বদলে বিষ্ণুপুরের দ্বারিকার কারখানার বর্জ্য পাথর দেওয়া হচ্ছে। এতে রাস্তা বেশিদিন টিকবে না। রাজ্য সরকার রাস্তা নির্মাণে এত টাকা খরচ করছে। কিন্তু, ঠিকাদাররা তা মেরে খাচ্ছে। এটা আমরা মানতে পারছি না। এনিয়ে আমরা মৌখিকভাবে বিভিন্নজনকে জানিয়েছি।