• পুলিস আধিকারিক পরিচয়ে মহিলার সঙ্গে প্রেম-প্রতারণা, শান্তিপুর থানার হতে গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের পুলিসের জালে শান্তিপুরের ‘কুখ্যাত’ ভুয়ো পুলিস। একের পর এক আর্থিক প্রতারণায় অভিযুক্ত ওই ব্যক্তি এবার এক মহিলার সঙ্গে প্রতার করার এবং দুজনের ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি দিয়ে গ্রেপ্তার হয়। অভিযোগকারী মহিলাকে শ্বশুরবাড়ি থেকে তুলে আনতে গিয়েছিল পুলিস পরিচয় দিয়ে প্রেমের জাল বিস্তার করা ধৃত শৈলেন ঘোষ। বুধবার শৈলেনকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিস। ইতিমধ্যেই দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শৈলেন ঘোষ শান্তিপুরের সর্বনন্দীপাড়া এলাকার ঝাঁ চকচকে বাড়ির বাসিন্দা। নিজেকে পুলিস পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কখনও চাকরি দেওয়ার নামে, আবার কখনও ভুয়ো পুলিস পরিচয়ে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে একাধিক ব্যক্তির টাকা আত্মসাৎ করে সে। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছে শৈলেন। যদিও পরে জামিনে ছাড়া পেয়েছিল সে। আগের ঘটনাগুলির পর তল্লাশিতে তার বাড়ি থেকে পুলিসের পোশাকের মত বেল্ট, কাঁধের তারা সহ একাধিক সামগ্রী উদ্ধারও হয়েছিল। এবারেও অভিযোগের কেন্দ্রে তার সেই পুলিসের ভুয়ো পরিচয়। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের এক মহিলার সঙ্গে বেশ কয়েক বছর আগে প্রেমের সম্পর্ক তৈরি করে শৈলেন। নিজেকে পুলিসের পদস্থ কর্তা পরিচয় দিয়েই শুরু হয় তার প্রেমের জাল বিস্তর। বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল মহিলাকে। এরপর বিভিন্নভাবে তাঁর সঙ্গে প্রতারণা করে অভিযুক্ত। সম্প্রতি মহিলা বুঝতে পারেন, আদৌ ওই ব্যক্তি পুলিস নয়। তখনই সম্পর্কে চিড় ধরে। প্রতারক জেনে দূরত্ব বাড়াতে চেয়েছিলেন মহিলা। যদিও তার আগে থেকেই শুরু হয় ‘ব্ল্যাকমেল’ করার কাজ। অভিযোগ, দু›জনের ঘনিষ্ঠ ছবি ভাইরাল করে দেওয়ার নাম করে মহিলাকে শৈলেন ভয় দেখাতে শুরু করে। দিনের পর দিন ধরে চলছিল মানসিক অত্যাচার। শুধু তাই নয়, অভিযোগকারী মহিলা বিবাহিত জানা সত্ত্বেও ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁকে তুলে আনতে মহিলার শ্বশুরবাড়িতে পর্যন্ত হাজির হয় শৈলেন। অপহরণের চেষ্টা করা হয় মহিলাকে।  শেষমেশ বাধ্য হয়েই ওই মহিলা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানা গ্রেপ্তার করে শৈলেনকে। পুলিসের এক কর্তা বলেন, আগেও একাধিক প্রতারণার ঘটনায় নাম উঠেছে শৈলেনের। মহিলার সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি। আপাতত আমরা অভিযোগপত্রে  ছবি ভাইরাল করে দেওয়ার নাম করে ভয় দেখানো এবং বিবাহিত মহিলাকে বাড়ি থেকে তুলে আনার চেষ্টার কথা জানতে পেরেছি। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হচ্ছে। আদতে কী ঘটেছিল তা জানার চেষ্টা চলবে। তাছাড়া পুলিস পরিচয় দিয়ে আর কাউকে অভিযুক্ত প্রতারণা করেছিল কিনা তাও আমরা খতিয়ে দেখছি। 
  • Link to this news (বর্তমান)