রানিনগরে বাজেয়াপ্ত ১১১ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, পুলিসের জালে ২
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ডোমকল: বাংলাদেশে পাচারের আগে ১১১ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল রানিনগর থানার পুলিস। মঙ্গলবার রাতে রানিনগরের রামনগর নতুনপাড়া থেকে নিষিদ্ধ কাশির সিরাপসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম আলামিন শেখ ও মিলন শেখ। ধৃতদের বাড়ি সাগরপাড়ার সাহেবনগর স্কুলপাড়ায়। বুধবার ধৃতদের লালবাগ আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই এলাকায় পেট্রলিং করছিল রানিনগর থানার পুলিসের একটি টিম। সেইসময় একটি বাইককে দ্রুতগতিতে আসতে দেখেন পুলিসকর্মীরা। সন্দেহ হওয়ায় বাইকটিকে দাঁড় করিয়ে দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। উত্তরে অসঙ্গতি মেলায় পুলিসের সন্দেহ আরও বাড়ে। বাইকে থাকা দু’টি ব্যাগ তল্লাশি করতেই কাশির সিরাপের বোতল উদ্ধার হয়। এরপরই ধৃতদের আটক করে থানায় আনা হয়। পরে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রানিনগর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাগ দু’টির মধ্যে থেকে ১১১ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জেরা করে আর কে কে এই কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিস।