• কলেজপাড়ায় পাইপে ২৪ ঘণ্টায় দুই জায়গায় ফাটল, ভাসল জলে  
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ২৪ ঘণ্টার মধ্যে একই জায়গায় দু’বার জলের পাইপ ফেটে জলে ভাসল রাস্তা। মঙ্গলবার পাইপ ফেটে যায়। খবর পেয়ে পুরসভার থেকে তা মেরামত করে দেওয়া হয়। বুধবার সকালে ফের একই জায়গায় অন্য পাইপে ফাটল ধরে। 


    শিলিগুড়ি পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, ইলেকট্রিক কেবল আন্ডার গ্রাউন্ডের কাজ চলছে। সেই কাজ করার সময় ১৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার এবং বুধবার দু’বার জলের পাইপ ফেটে গিয়েছে। মঙ্গলবার খবর পেয়ে তা মেরামত করে দেওয়া হয়। এদিন আবার অন্য একটি পাইপ ফাটে। সন্ধ্যা পর্যন্ত তা মেরামতের কাজ চলে। শহরে আন্ডারগ্রাউন্ড বিভিন্ন কেবলের জন্য জলের পাইপে বার বার ফাটল ধরেছে। এই সমস্যা নিয়েই আমাদের চলতে হচ্ছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)