মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের জন্য আলুর গাড়ির গতিবিধিতে লাগাম প্রশাসনের
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হিমঘরে আলু প্রবেশের সময় যানজট করা যাবে না। এজন্য ২১, ২২, ২৩ তারিখ প্রত্যেকটি হিমঘর পরিদর্শন করবেন প্রশাসনিক কর্তারা। পরিকাঠামো দেখার পর আলু প্রবেশের অনুমতি দেবে প্রশাসন। বুধবার ময়নাগুড়ি বিডিও অফিসে এক প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়। ব্লক প্রশাসন জানিয়েছে, সরকারি বন্ড এবং সাধারণ বন্ডের জন্য হিমঘরগুলিতে আলাদা কাউন্টার করতে হবে।
২৫ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে হিমঘর। গত বছরের তুলনায় এ বছর ১০ শতাংশ প্রান্তিক কৃষক আলু সংরক্ষণ করতে পারবেন হিমঘরে। নির্দেশ অনুযায়ী, টোটোয় করে আলুর বস্তা নিয়ে যাওয়া যাবে না। প্রত্যেক হিমঘরে আলু প্রবেশের সময় রাস্তায় যানজট করা যাবে না। সবেতেই নজরদারি চালাবে প্রশাসন। কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত হিসেবে হিমঘর ভাগ করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ময়নাগুড়িতে সাতটি হিমঘর রয়েছে। এর মধ্যে জল্পেশ মেলার মাঠ সংলগ্ন হিমঘরে কয়েক বছর আগে দুর্ঘটনা ঘটে অ্যামোনিয়া লিক হয়েছিল। সেই হিমঘরে আলু প্রবেশের অনুমতি মিলবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, জল্পেশ মেলার মাঠ সংলগ্ন হিমঘরে আলু কৃষকেরা প্রবেশ করাতে পারবেন কি না, সেটা বলা যাচ্ছে না। বাকি হিমঘরগুলি আমরা পরিদর্শন করব। প্রত্যেকটির পরিকাঠামো দেখা হবে। কৃষকদের সুবিধার্থে দুটি করে কাউন্টার থাকছে। এছাড়াও ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিকেও হিমঘর অনুযায়ী ভাগ করে দেওয়া হচ্ছে।
আইসি সুবল ঘোষ বলেন, মাধ্যমিক পরীক্ষা চলছে, এরপর উচ্চ মাধ্যমিক। এছাড়াও জল্পেশ মেলা রয়েছে। সে কারণে জানিয়ে দেওয়া হয়েছে কোনওভাবে গাড়ির লম্বা লাইন রাখা যাবে না। টোটোতে করে আলু বহন করা যাবে না।
ময়নাগুড়ির এক হিমঘরের ডিরেক্টর সুনীল খরিয়া বলেন, আমরা সরকারি নির্দেশ মেনে চলব। ২৫ তারিখ থেকে কৃষকেরা বন্ড জমা দিতে পারবেন। ১১ তারিখ থেকে তারা আলু নিয়ে আসতে পারবেন।