সংবাদদাতা, তুফানগঞ্জ: স্কুলে পঠনপাঠন চলছিল। ঠিক সেই মুহূর্তেই স্কুল ক্যাম্পাসের ভিতর থেকে উদ্ধার হল দু’টি গোখরো। বুধবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান-ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, এদিন প্রধান শিক্ষক দীপককান্তি দাস ডাস্টবিনের পাশে প্রথমে একটি সাপ দেখতে পান। কিছুক্ষণ বাদেই আরও একটি সাপ দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সর্প বিশেষজ্ঞ প্রতীক সরকার এসে গোখরো দু’টিকে ধরে নিয়ে যান। প্রধান শিক্ষক বলেন, স্কুলের পাশে ঝোপঝাড় রয়েছে। সেখান থেকে সাপগুলি আসার সম্ভাবনা রয়েছে। তবে স্কুল চত্বর আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।