• স্বাস্থ্যসাথী নিতে অস্বীকার, নার্সিংহোমের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি প্রশাসনের
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করতে অস্বীকার করছে আলিপুরদুয়ারের দু’তিনটি নার্সিংহোম। গুরুতর এই অভিযোগ পেয়ে জেলার নার্সিংহোমগুলিকে কড়া ভাষায় সতর্ক করে দিল জেলা প্রশাসন। বুধবার নার্সিংহোমের প্রতিনিধিদের ডেকে বৈঠক করেন প্রশাসনের কর্তারা। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্সা না করলে সংশ্লিষ্ট নার্সিংহোমের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।


    আলিপুরদুয়ার জেলায় ১২টি নার্সিংহোম রয়েছে। এরমধ্যে জেলা সদরে ছ’টি এবং ফালাকাটা ও বীরপাড়া শহরে তিনটি করে নার্সিংহোম আছে। সম্প্রতি প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, জেলা সদরের দু-তিনটি নার্সিংহোম রাজ্য সরকারের জনমুখী প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করতে অস্বীকার করছে। এর জেরে দুঃস্থরা সরকারি পরিষেবায় নার্সিংহোমে চিকিত্সা করাতে ব্যর্থ হচ্ছেন। বাধ্য হয়ে ধার দেনা করে মোটা টাকা বিল মিটিয়ে রোগীকে বাড়ি ফিরিয়ে আনতে হচ্ছে। এই অভিযোগ ওঠার পরই বুধবার ডুয়ার্সকন্যায় নার্সিং হোমগুলির প্রতিনিধিদের ডাকা হয়। বৈঠকে অতিরিক্ত জেলাশাসক শান্তিরাম গড়াই বলেন, জেলা সদরের দু-তিনটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। বৈঠকে ওই সংশ্লিষ্ট নার্সিংহোমের মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। ফের একই অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নার্সিংহোমের লাইসেন্সও বাতিল করে দেওয়া হবে।


    যদিও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হেলথকেয়ার অর্গানাইজেশনের সভাপতি অপূর্ব সেন বলেন, নার্সিংহোমগুলিকে নিয়ে প্রশাসনের এটি রুটিন বৈঠক। প্রশাসন তিনমাস অন্তর অন্তর আমাদের সঙ্গে বৈঠক করে। আমরা রোগীদের নিয়মিত স্বাস্হ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা দিই। সংগঠনের সব সদস্যকেই বলা হয়, তাঁরা যেন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে অস্বীকার না করে।
  • Link to this news (বর্তমান)