• অন্তঃসত্ত্বাকে পরিষেবা না দিয়ে হুমকি, ময়নাগুড়ি হাসপাতালে অভিযোগ বধূর
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: চিকিৎসা পরিষেবা না পেয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। ওই গৃহবধূকেই দু’জন এএনএম বাড়িতে এসে হুমকি দিয়েছে বলে অভিযোগ। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর।


    অভিযোগ, উত্তর পদমতির গৃহবধূ পূরবী রায় তিনমাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন স্থানীয় আশা কর্মীকে একাধিকবার চিকিৎসার বিষয়ে খবর দিয়ে কোনও সাড়া পাননি। কোনওরকম পরিষেবা এখনও পর্যন্ত পাননি ওই গৃহবধূ। এদিকে অন্তঃসত্ত্বা থাকাকালীন নির্দিষ্ট ইঞ্জেকশনের তারিখ পেরিয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে গৃহবধূ বাবার বাড়ি হলদিবাড়ি চলে যান। সেখানে স্থানীয় সেন্টারে গিয়ে কার্ড, বিভিন্ন প্রয়োজনীয় ইঞ্জেকশন ও ওষুধ নিতেন। ওষুধের, ইঞ্জেকশনের তারিখ এলে তাঁর স্বামী হলদিবাড়ি নিয়ে যেতেন। পরে ফিরিয়ে আনতেন। অভিযোগ, গত ১৩ তারিখ দুজন মহিলা পূরবী রায়ের বাড়িতে আসেন। তাঁরা নিজেদের এএনএম বলে পরিচয় দেন। ওই দু’জন বলে দেন, ব্যাকডেটে পুনরায় কার্ড করতে হবে। হুমকি দিয়ে পূরবীকে তাঁরা বলেন, এখানে কার্ড না করলে জন্মের সার্টিফিকেট সহ পরে কোনও পরিষেবা দেওয়া হবে না। 


    গৃহবধূ পূরবী বলেন, আমি তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই এদের থেকে কোনও পরিষেবা পাইনি। একাধিকবার স্থানীয় আশা কর্মীকে জানানোর পরেও তিনি পরিষেবা দেননি। বাধ্য হয়ে হলদিবাড়ি গিয়ে চিকিৎসা করাচ্ছি। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে অভিযোগ দায়ের করেছি। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি অভিযুক্তদের শাস্তি চাই। 


    অভিযুক্তদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিএমওএইচ বলেন, ঘটনাটা কি ঘটেছিল, সেটা নিয়ে তদন্ত চলছে। আশাকর্মীরা পরিষেবা দিতে বাধ্য। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
  • Link to this news (বর্তমান)