• ৫৪টি মোষ উদ্ধার, গ্রেপ্তার ২
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জে পুলিসের অভিযানে মোষ সহ গ্রেপ্তার করা হল দু’জনকে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল জাহির খান ও মহম্মদ সাদ্দাম। দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। এদিন রাতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিস। এরপর সন্দেহজনক দু’টি লরি আটক করে তল্লাশি চালালে ৫৪টি মোষ উদ্ধার হয়। কোনও নথি দেখাতে না পারায় দুই গাড়িচালককে গ্রেপ্তার করে পুলিস।
  • Link to this news (বর্তমান)