ডাবগ্রাম-ফুলবাড়িতে ১০ কোটির কাজ আনলেন জেলা পরিষদ সদস্য
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: শালুগাড়া মোড় থেকে রাজ ফাঁপড়ি পর্যন্ত নতুন রাস্তা হচ্ছে। আজ, বৃহস্পতিবার কাজের শিলান্যাস। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় একের পর এক উন্নয়নের কাজ করে চলেছেন জলপাইগুড়ি জেলা পরিষদের এই অঞ্চলের সদস্য তৃণমূল কংগ্রেস নেত্রী মণীষা রায়।
এরআগে তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের পাশাপাশি বেহাল নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। এই কাজের জন্য পরিষদ থেকে টাকা বরাদ্দ করে এনেছেন। শালুগাড়া থেকে রাজ ফাঁপড়ি পর্যন্ত রাস্তা তৈরির জন্য গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন (আরআইডিএফ) তহবিল থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা পরিষদ থেকে অনুমোদন করিয়েছেন।
এভাবে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে তিনি একের পর এক কাজ এনে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার উন্নয়নের গতি এনেছেন। পরিষদ সূত্রে জানা গিয়েছে, এর আগের বোর্ডে ডাবগ্রাম-ফুলবাড়িতে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য ছিলেন তৃণমূলের বহিষ্কৃত ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। তিনি কর্মাধ্যক্ষও ছিলেন। পাঁচ বছরে তিনি এই অঞ্চলের কাজের জন্য ১৮ কোটি টাকা পরিষদ থেকে এনেছিলেন। সেখানে মাত্র দেড় বছরে ১০ কোটি টাকার বেশি কাজ জেলা পরিষদ থেকে এনে ফেলেছেন মণীষা।
এই অঞ্চলের নাগরিকরা বলেন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব পরপর দু’বার এখান নির্বাচিত হয়েছিলেন। প্রথমবার বিধায়ক হয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। নিজের দপ্তর থেকে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার উন্নয়নে কর্মযজ্ঞ শুরু করেছিলেন তিনি। গতবার বিজেপির প্রার্থীর কাছে তাঁকে পরাজিত হতে হয়। মণীষা রায় জলপাইগুড়ি জেলা পরিষদের একজন সাধারণ সদস্য হিসেবে যেভাবে কাজ করে চলেছেন তাতে এই অঞ্চলের মানুষ খুশি।
মণীষা রায় বলেন, বৃহস্পতিবার রাস্তার শিলান্যাস করবেন শিলিগুড়ির মেয়র। শালুগাড়া মোড় থেকে রাজ ফাঁপড়ি পর্যন্ত এই রাস্তার জন্য আরআইডিএফসি তহবিল থেকে জেলা পরিষদ ১ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এরআগে জেলা পরিষদ থেকে ফুলবাড়ি-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু নর্দমা ও রাস্তার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে দেড় বছরে এখনও পর্যন্ত পরিষদ থেকে ১০ কোটি টাকারও বেশি কাজ আনতে পেরেছি। এলাকার জ্বলন্ত সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাইছি।