বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেগুলির উপর রাজ্যের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে এবার প্রশ্ন তুলল হাইকোর্ট। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন তুলেছেন, ‘এক্ষেত্রে রাজস্থান মডেল মানা হচ্ছে না কেন?’ রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি নিয়ে গত কয়েকমাসে হাইকোর্টে কিছু অভিযোগ এসেছে। তারই ভিত্তিতে এদিন বিচারপতি বসুর পর্যবেক্ষণ, এরাজ্যে অনেক বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে অনেক আবেদন জমা পড়েছে। অনেক ক্ষেত্রে ‘চার্জ’-এর নামে যে ফি বৃদ্ধি হচ্ছে, সেটা অন্যায্য। এটার উপর কি রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে না?
সরাসরি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে (এজি) ডেকে পাঠিয়ে বিচারপতি বসু বলেন, ‘এরাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু করা দরকার। কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না? সেখানকার পুরো মেকানিজম রাজ্যের দেখা উচিত।’
বিচারপতির আরও মন্তব্য, ‘সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না। রাজ্য সরকার অন্যান্য বিলের মতোই সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে। কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না? বিলের মধ্য দিয়ে রাজ্য বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারে!’
রাজ্যের উদ্দেশে বিচারপতি আরও প্রশ্ন, ‘অভিযোগ না এলেও কেন এনসিটিইর গাইডলাইন অনুযায়ী শিক্ষকদের শিক্ষার দিকটি দেখা হবে না? রাজ্যের নয় বলে আমরা টাকা দিইনি, তাই তাঁদের উপর নিয়ন্ত্রণ নেই! কিন্তু রাজ্য তো চোখ বন্ধ করে থাকতে পারে না!’ এরপরই অযথা ফি বৃদ্ধি নিয়ে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘অনেক স্কুলে ঘোড়া বা উটের দৌড় শেখানো হলেও একটা বেসিক ফি রাখা করা উচিত। অনেক স্কুলে এটা বাড়তি আয়ের জায়গা।’ উত্তরে এজি বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী শুক্রবার এই বিষয়ে রাজ্যের অবস্থান জানানো হবে।’