• অবশেষে কেন্দ্র থেকে ৭৪০০ কোটি টাকা পেল খাদ্যদপ্তর
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওনা টাকার একাংশ অবশেষে পেল খাদ্যদপ্তর। সম্প্রতি ৭৪০০ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তবে ২০২৩-২৪ আর্থিক বছর পর্যন্ত খাদ্য সরবরাহ খাতে কেন্দ্রের কাছ থেকে ১২ হাজার কোটি টাকার বেশি পাওনা খাদ্যদপ্তরের। চাষিদের কাছ থেকে রাজ্য  সরকার ‘সেন্ট্রাল পুল’-এর জন্য ধান কিনে যে চাল উৎপাদন করে, তার খরচ কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে পুরো টাকা মেটাতে দেরি করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের চাল ‘সেন্ট্রাল পুল’ থেকে সরবরাহ করা হয়। রেশন দোকান চালানোর জন্য খরচের অর্ধেক কেন্দ্রীয় সরকার দেয়। এই অবস্থায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করা হলেও টাকা দিতে দেরি করা হচ্ছে বলে রাজ্য সরকারের অভিযোগ। পাওনা মেটানোর জন্য দীর্ঘ দিন ধরে রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। কয়েকটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা কেন্দ্রকে জানানো হয়েছিল। তারপরই মিলল পাওনা টাকার একাংশ। বাকি অংশ মার্চ মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশাবাদী খাদ্যদপ্তর।
  • Link to this news (বর্তমান)