নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নতুন রেকর্ড সোনার। বুধবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম যায় ৮৭ হাজার ২০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সেক্ষেত্রে দর আরও অনেকটাই বাড়বে। গত মঙ্গলবারই দাম বেড়ে ৮৬ হাজার ৩৫০ টাকায় পৌঁছয় হলুদ ধাতু। ফের একদিনের ব্যবধানে ৮৫০ টাকা দাম বেড়েছে সোনার। একই সঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। এদিন এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৮২ হাজার ৮৫০ টাকা। সোনার দাম বাড়ার পাশাপাশি এদিন বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ৯৭ হাজার ৬০০ টাকা। জানা গিয়েছে, একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে এক হাজার টাকা।