নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সোমবার। ব্যাঙ্কশাল আদালতে একজন বিচারকের কাছে ওই আইনি প্রক্রিয়া চলে। সিবিআই আদালতের কাছে নমুনা সংগ্রহের আর্জি জানিয়ে ছিল। এর আগে এই মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, এই নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট এলেই তা মামলায় ‘গতি’ আসবে বলে আশা সিবিআইয়ের।