• রাজ্যে আসছেন শাহ, নতুন বঙ্গ সভাপতির নাম ঘোষণা শীঘ্রই
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে সরকার গঠনের পরেই বাংলার দলীয় সংগঠনে জোর দেবে বিজেপি। আজ, বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ নেবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। এর দিনকয়েকের মধ্যেই ঘোষণা করা হবে বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম। শীঘ্রই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এই খবর জানা গিয়েছে। বিজেপির নেতাদের দাবি, এতদিন দিল্লি ভোট নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে নেতৃত্বকে। রাজধানীতে নতুন সরকারের শপথগ্রহণ পর্ব মিটলে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাবেন কেন্দ্রীয় নেতারা। তখন তাঁরা বিভিন্ন রাজ্যে সাংগঠনিক বিষয়ে আরও বেশি নজর দেবেন। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকেই সুকান্ত মজুমদারের সরে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা। তবে পরের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে একেবারে আনকোরা এবং নতুন কাউকে রাজ্য বিজেপির পদে বসাতে চাইছে না দলের শীর্ষ নেতৃত্ব।
  • Link to this news (বর্তমান)