নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার রাস্তায় গুলিবিদ্ধ হলেন হুগলি জেলার চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। সূত্রের খবর, এদিন রাতে হাওড়ার এনএস রোড ধরে দু’টি গাড়ি যাচ্ছিল। একটি নীল রঙের গাড়িতে ওই আইসি ছিলেন। তার সঙ্গে একটি সাদা রঙের এসইউভিও ছিল। দু’টি গাড়ি মিলিয়ে মোট চার জন যাত্রী ছিলেন। কোনও একটি গাড়িতে এক মহিলাও ছিলেন বলে খবর। আচমকাই ব্যাঁটরা থানা ও শিবপুর থানার মাঝামাঝি এলাকায় দু’টি গাড়ির যাত্রীদের মধ্যে বচসা শুরু হয়। তখনই এক পক্ষ গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে। তখনই গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসি।
স্বাভাবিকভাবেই প্রকাশ্য রাস্তার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ আইসিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিস। চণ্ডীতলা থানার আইসি ছাড়াও ওই গাড়িতে আর কারা ছিলেন? ঠিক কী নিয়ে বচসা বাঁধল? কেনই বা গুলি চালানো হল? যাবতীয় প্রশ্নের উত্তর খতিয়ে দেখছে পুলিস। প্রশ্ন উঠছে, গুলি কি ওই পুলিস আধিকারিককে উদ্দেশ্য করেই ছোঁড়া হয়েছিল নাকি অন্য কেউ টার্গেট ছিল।