• মণীশ খুনের মামলায় সুবোধ সিংয়ের অস্বস্তি বাড়াল হাইকোর্ট
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুনের মামলার বিচারপর্ব থেকে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে অব্যাহতি দিয়েছিল বারাকপুর আদালত। বুধবার বারাকপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা বিচারকের সেই রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি শুভা ঘোষের নির্দেশ, সবপক্ষের বক্তব্য না শুনেই নিম্ন আদালত ওই সিদ্ধান্তে পৌঁছেছিল। ফের সবপক্ষের বক্তব্য শুনে নিম্ন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে।


    ২০২০ সালের ৪ অক্টোবর রাতে টিটাগড় থানার অদূরে গুলিতে ঝাঁঝরা হয় বিজেপি নেতা মণীশ। ওই ঘটনায় সিআইডি ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলেও অভিযুক্তের তালিকায় সরাসরি সুবোধের নাম ছিল না। সিআইডির দেওয়া চার্জশিটে দাবি করা হয়েছিল, বিহারের জেলে বসেই সুবোধ ভাড়াটে খুনিদের দিয়ে এই কাজ করিয়েছিল। অভিযুক্তদের তালিকায় এবং চার্জশিটে তার নাম ছিল না। সে কথার উল্লেখ করে গত বছর সুবোধ বারাকপুর আদালতে চার্জ গঠন প্রক্রিয়া থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন করে। একই যুক্তিতে মামলা থেকেও অব্যাহতি পায় সে। এবার নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট।
  • Link to this news (বর্তমান)