কুম্ভমেলা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই পুণ্যার্থীর। কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে। মৃতদের নাম শান্তনু মুখোপাধ্যায় (৬৫) ও শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০)। দুর্ঘটনায় দুটি পরিবারের চার মহিলা-সহ মোট ছ’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন চার চাকা গাড়িতে প্রয়াগরাজ যাচ্ছিলেন। রাত ১১টা ৩৫ মিনিটে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর একটি বেপোরয়া লরি গাড়িটিতে ধাক্কা মারে।
গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। তার জেরে তাঁদের গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। ঘটনার পরেই লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় কুলটি থানার পুলিশ।
আহত শান্তনুর পুত্র সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধূ অনন্যা মুখোপাধ্যায়, শৈলেনের স্ত্রী রুম্পা বন্দ্যোপাধ্যায় এবং শৈলেনের আত্মীয় শিউলি কর্মকার ও গাড়িচালক সোমনাথ চক্রবর্তী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে শিউলির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘাতক লরিটির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।