• তাজপুর থেকে ডেউচা-পাঁচামি, অশোকের ‘বাণে’ বিদ্ধ সরকার
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: বিধানসভায় বুধবার থেকে বাজেট বিতর্ক শুরু হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটকে কাটাছেঁড়া করে রাজ্যের একাধিক ফ্ল্যাগশিপ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এ দিন প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। অশোকের কথায়, রাজ্য সরকার তাজপুরে সমু্দ্রবন্দর, ডেউচা পাঁচামিতে খনি, ছ’টি ইকোনমিক করিডর তৈরি করতে চায়, কিন্তু সেই প্রকল্প রূপায়ণে টাকা আসবে কোথা থেকে? আজ, বৃহস্পতিবার বিধানসভায় জবাব দেবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

    ডেউচা পাঁচামিতে নির্মাণ কাজ শুরু হয়েছে বলে ইতিমধ্যে নবান্ন ঘোষণা করেছে। অশোকের প্রশ্ন, ‘এত বড় প্রকল্পের জন্য মূলধন আসবে কোথা থেকে? একটি কোম্পানি তৈরি করা হয়েছে যার পেড–আপ ক্যাপিটাল মাত্র দশ কোটি টাকা। এই সামান্য পেড–আপ ক্যাপিটাল যে কোম্পানির, তারা কী ভাবে এত বড় প্রকল্প নির্মাণ করবে? কারা বিজ়নেস পার্টনার? এই সবের কোনও উত্তর নেই। জমি অধিগ্রহণ করতে পারবেন তো? রাজ্যে কিন্তু সিঙ্গুর, নন্দীগ্রামের উদাহরণ রয়েছে।’

    একই ভাবে রাজ্যে যে ছ’টি ইকোনমিক করিডর তৈরি হবে তার মূলধন নিয়েও প্রশ্ন তুলেছেন অশোক। এই অর্থনীতিবিদের কথায়, ‘তাজপুরে দূরবীন দিয়েও কোনও সমুদ্র বন্দর দেখা যায় না। ভবিষ্যতে নাকি হতে পারে। যদি বন্দর তৈরি না হয় তাহলে রঘুনাথপুর থেকে ইকোনমিক করিডর তাজপুরে গিয়ে কী করবে? আপনাদের সদিচ্ছার অভাব আছে বলছি না, কিন্তু টাকা নেই। টাকা না থাকলে এই সব করবেন কী করে? টাকা নেই স্বীকার করছেন না কেন?’

    রাজ্য সরকারের কোষাগারে টাকা না–থাকার কারণেই বাজেটে প্রস্তাবিত ক্যাপিটাল এক্সপেন্ডিচার (মূলধনী ব্যয়) বাজেটের মাত্র ৩.৪৪ শতাংশ বলে পর্যবেক্ষণ বালুরঘাটের বিধায়কের। বাজেট বিতর্কে অংশ নিয়ে যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার পাল্টা বলেন, ‘রাজ্যের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেটের ১০ শতাংশ। অশোক লাহিড়ি সঠিক তথ্য দেননি। রাজ্য সরকার যে ঋণ নেয় তা মূলধনী খাতে–ই খরচ হয়।’

    রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্প নিয়েও এ দিন কটাক্ষ করেন অশোক। তাঁর মতে, জনপ্রিয় প্রকল্পগুলির মাধ্যমে জনতার হাতে টাকা তুলে দিলেও সেই অর্থে মানুষ যে পণ্য ক্রয় করছে তা পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় না। আদতে লাভবান হচ্ছে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটকের মতো উন্নত রাজ্যগুলি। প্রখ্যাত এই অর্থনীতিবিদের তথ্যকে দেবব্রত মজুমদার–সহ তৃণমূলের কয়েকজন বিধায়ক খণ্ডন করলেও মূল জবাব আজ, বৃহস্পতিবার বিধানসভায় দেবেন চন্দ্রিমা ভট্টাচার্য।

    রাজ্যে বিপুল কর্মসংস্থান হচ্ছে বলে সরকার যে দাবি করেছে তা নিয়ে অশোকের প্রশ্ন, ‘বেকারত্ব যদি এত কমে যায় তা হলে পরিযায়ী শ্রমিকরা কি দেশ ভ্রমণে বেরিয়েছেন?’ রাজ্য সরকার যে বিভিন্ন ক্ষেত্রে স্কচ পুরস্কার পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। কড়া জবাব দিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘বিজেপিশাসিত রাজ্যও স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, তারা–ও কি পয়সা দিয়ে পুরস্কার পেয়েছে?’

  • Link to this news (এই সময়)