• শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে উবর শাটল আজ থেকে
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: কলকাতা মেট্রোরেলের গ্রিন লাইন অর্থাৎ ইস্ট–ওয়েস্ট মেট্রোয় আমূল বদলাতে চলেছে সিগন্যাল–ব্যবস্থা। ওই কাজের জন্যই আজ, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি থেকে রবিবার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর–ফাইভ পর্যন্ত অংশের মেট্রো পরিষেবা।

    প্রতিদিনই মেট্রোয় শিয়ালদহ থেকে সেক্টর–ফাইভ, বহু মানুষ যাতায়াত করেন। চার দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকলেও যাত্রীদের যাতে অসুবিধে না–হয়, সে জন্য শিয়ালদহ থেকে সেক্টর–ফাইভ পর্যন্ত রুটে শাটল পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে উবর। আজ, ২০ ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হবে, চলবে ১৩ মার্চ পর্যন্ত।

    নিত্যযাত্রীদের কথা মাথা রেখে এই পদক্ষেপ করার জন্য উবর কর্তৃপক্ষর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য যাত্রীরা যাতে বিভিন্ন ধরনের গণপরিবহণ ব্যবহারের সুযোগ পান, সেটা নিশ্চিত করাই রাজ্য পরিবহণ দপ্তরের উদ্দেশ্য। নতুন এই রুটে উবর শাটল পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধেই হবে।’

    উবরের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর–ফাইভ রুটে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেলে ৪টে থেকে সন্ধে সাড়ে ৭টা— এই সময়ের মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর বাস পাওয়া যাবে। তবে ওই সব এসি বাসে প্রত্যেক যাত্রীর জন্য নির্দিষ্ট আসন রয়েছে, যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার কোনও ব্যবস্থা নেই।

    রাজ্য পরিবহণ দপ্তর ও উবরের মধ্যে মউ স্বাক্ষরিত হওয়ার পর কলকাতাই দেশের মধ্যে প্রথম শহর, যেখানে উবর শাটল পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবা পেতে গেলে যাত্রীকে উবর অ্যাপ খুলে সেখানে গিয়ে ‘শাটল’ অপশন থেকে প্রথমে ‘পিক–আপ’ এবং ‘ড্রপ–অফ’ লোকেশন সিলেক্ট করতে হয়। তার পর উল্লেখ করতে হয় যাত্রা শুরুর সময়। রাইড কনফার্মড হলে উবরের পক্ষ থেকে একটি কিউআর কোড পাঠিয়ে দেওয়া হয় যাত্রীর মোবাইলে। নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী শাটলে উঠে চালককে ওই কিউআর কোড দেখান।

  • Link to this news (এই সময়)