মধ্যরাতে হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক, আটক রহস্যময়ী মহিলা, বাজেয়াপ্ত গাড়ি
আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলি জেলার এক পুলিশ আধিকারিক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে। ঘটনার সময় ওই পুলিশ আধিকারিকের সঙ্গে এক মহিলা ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আহত পুলিশ আধিকারিক হুগলির চণ্ডীতলা থানার আইসি। নাম জয়ন্ত পাল। তাঁর হাতে গুলি লেগেছে। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা। ঘটনার খবর পেয়েই পৌঁছে যায় ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ। একটি গাড়ি আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি গুলির খোল। রাত থেকেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা জয়ন্ত পালকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছে পুলিশ।
হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বাজেয়াপ্ত করা গাড়িতেই সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে বলে অনুমান। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলার সঙ্গে আহত পুলিশ আধিকারিকের কী সম্পর্ক, সবটাই তদন্তের আওতায় রয়েছে।