মেডিক্যালে NRI কোটা দুর্নীতির তদন্তে ফের তল্লাশিতে ED
হিন্দুস্তান টাইমস | ২০ ফেব্রুয়ারি ২০২৫
মেডিক্যালে ভর্তিতে NRI কোটা দুর্নীতিতে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। এর আগে গত ডিসেম্বরেও এই দুর্নীতির তদন্তে রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালানো হয়। কী ভাবে কারা এই দুর্নীতিতে যুক্ত তা তদন্ত করে দেখছে ইডি।
জানা গিয়েছে, রাজ্যে ভুয়ো NRI সার্টিফিকেট তৈরি করে NRI কোটায় একাধিক ছাত্রছাত্রীকে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সংগঠিতভাবে হয়েছে এই দুর্নীতি। সেই দুর্নীতির তদন্তেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা, মেদিনীপুর, কাকদ্বীপসহ ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, জাল নথির ভিত্তিতে জাল NRI সার্টিফিকেট তৈরি করে ছাত্রছাত্রীদের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে চলেছে এই কারবার। এর আগে কলকাতার যাদবপুরের KPC মেডিক্যাল কলেজে এই দুর্নীতির তদন্তে তল্লাশি চালিয়েছিল পুলিশ। জেরা করেছিল হাসপাতালের পদস্থ আধিকারিকদের প্রায় ২ মাস পর ফের ময়দানে নামল তারা।