• মধ্যরাতে সার্ভিস রিভলবারের গুলিতে আহত চণ্ডিতলার আইসি, সঙ্গে ‘রহস্যময়’ মহিলার উপস্থিতি
    প্রতিদিন | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাঝরাস্তায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডিতলা থানার আইসি। বুধবার রাতে হাওড়ার এনএস রোডের ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার থেকেই গুলি চলে। গুলিবিদ্ধ হন ওই আইসি। তবে কী কারণে গুলি চলল তা এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, আইসি-র সঙ্গে থাকা এক মহিলার সঙ্গে কেনাকাটি করা নিয়ে অশান্তির জেরেই এই ‘শুট আউট’।

    গুলিবিদ্ধ অফিসারের নাম জয়ন্ত পাল। হুগলির চণ্ডিতলা থানার আইসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে একটি নীল রঙের চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামেন জয়ন্ত। তাঁর সঙ্গে ছিলেন টিনু দাম নামে এক মহিলা। পিছনে আরও একটি সাদা গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে আরও কয়েকজন নামে। দুটো গাড়ি মিলিয়ে চারজন ছিলেন।

    ব্যাটরা থানা ও শিবপুর থানার মাঝামাঝি এলাকায় এসে নিজেদের মধ্যেই বচসা বাঁধে। তারপরই আইসির সার্ভিস রিভলবার থেকে গুলি চলে। গুলিবিদ্ধ হন আইসি। তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের দাবি, পুলিশ অফিসারের সঙ্গে ওই মহিলার শপিং করাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। আচমকাই পুলিশ অফিসারের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। এরপরেই গাড়িটিকে ফেলে রেখে পথচলতি অন্য একটি গাড়িতে চড়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

    ঘটনার কিছুক্ষণ পরেই ছুটি আসে শিবপুর ও ব্যাটরা থানার পুলিশ। আসেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারাও। নীল রঙের গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির ভেতর থেকেও রক্তমাখা সামগ্রী উদ্ধার হয়েছে। তবে ঠিক কি কারণে গুলি চলার ঘটনা ঘটেছিল, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)