• বিনীত গোয়েলের মামলা থেকে সরলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কেন এমন সিদ্ধান্ত?
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডের পরেই বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

    ব্যক্তিগত কারণে তিনি এই মামলা থেকে সরে দাড়াঁচ্ছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল হাইকোর্টে। মামলা উঠতেই প্রধান বিচারপতি জানান, তিনি মামলাটি ব্যক্তিগত কারণে ছেড়ে দিচ্ছেন। পরে অন্য কোনও বেঞ্চে পাঠানো হবে মামলাটি।

    প্রসঙ্গত, এই মামলাটি নিয়ে যখন প্রথম বার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, আরজি কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই কারণে তখন ওই মামলায় হস্তক্ষেপ করেনি হাই কোর্ট।

    যদিও পরে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী হাইকোর্টে জানান, দেশের শীর্ষ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করেনি। তাই এই মামলা হাইকোর্টের শুনতে বাধা নেই। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আইনজীবী মহেশ জেঠমালানি অভিযোগ করেছিলেন, আরজি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিত্‍সকের ধর্ষণ-খুনের ঘটনার পরে কলকাতা পুলিশের তত্‍কালীন সিপি বিনীত গোয়েল মৃতার পরিচয় প্রকাশ করেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা প্রয়োজন। উল্লেখ্য, আরজি করের ঘটনার কয়েকদিন পরেই কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য।

  • Link to this news (এই সময়)