• বেসরকারি স্কুল নিয়ে প্রশ্নে রাজ্য
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • বেসরকারি স্কুলে ‘নিয়ন্ত্রণহীন’ অবস্থা নিয়ে রাজ্যকে বিঁধলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার তাঁর পর্যবেক্ষণ, “আলু কেনাবেচার মতো শিক্ষা কেনাবেচা করছে বেসরকারি স্কুলগুলি। টাকা ছাপানোর যন্ত্র হিসেবে ব্যবহার করছে পড়ুয়াদের অভিভাবকদের।” রাজ্যের কৌঁসুলি বিশ্বব্রত বসুমল্লিক জানান, এই সংক্রান্ত একটি বিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। বিচারপতি বলেন, “বিল বাস্তবায়নে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবের পদক্ষেপ করা জরুরি।” তিনি বলেন, “সরকার কেন পদক্ষেপ করছে না? সরকারি স্কুলে বছরে ২৪০ টাকার বেশি নেওয়া যায় না। কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নেই।” পরবর্তী শুনানিতে এ নিয়ে সরকারের বক্তব্য পেশ হবে বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি জানান, বিল কার্যকর হলে অভিভাবকেরা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিশনে নালিশ জানাতে পারবেন, মামলা করতে হবে না।

  • Link to this news (আনন্দবাজার)