• রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, চলবে ঝোড়ো হাওয়াও, কোন জেলায় কবে বর্ষণ?
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার সকালেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দিনের আলোতেই নেমে আসে অন্ধকার। কালো মেঘে ঢাকা পড়ে কলকাতার আকাশ। তার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা রয়েছে উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত। আর এই অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই পরিস্থিতি বজায় থাকবে রবিবার পর্যন্ত।

    আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায় বৃষ্টি হবে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও চলবে।

    রবিবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ওই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)