নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকান লুট করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জলঙ্গিতে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
জলঙ্গির ফরিদপুর পাকুড়দিয়া বাজারে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ভোরবেলা দুই দুষ্কৃতী বাজারে হানা দিয়েছিল। বোমা-বন্দুক ছিল তাদের সঙ্গে। রাতে বাজারে পাহারা দেন দুই সিভিক ভলান্টিয়ার। তাঁদের দড়ি দিয়ে বেঁধে একটি ঘরে আটকে রেখে বাজারে লুটপাট চালায় দুষ্কৃতীরা। কয়েকটি সিসিটিভি-ও খুলে নেওয়া হয়। দুষ্কৃতীরা বাজারের দু’টি সোনার দোকানও লুট করেছে। কিন্তু তারা লকার ভাঙতে পারেননি বলেই খবর স্থানীয় সূত্রে।
গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাজার এলাকায়। দোকানদের একাংশের বক্তব্য, গত ১০-১৫ বছরে এমন ডাকাতির ঘটনা বাজারে ঘটেনি। পুলিশ সূত্রে খবর, দুই সিভিক ভলান্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানার চেষ্টা চলছে, দুষ্কৃতীরা কোন দিক থেকে এসেছিল, তাদের চেনার কোনও উপায় রয়েছে কি না ইত্যাদি। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও।