১৮৯৭ সালের ২৬ জানুয়ারি। বিদেশ থেকে দেশে ফিরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা ঘুরে ১৫ ফেব্রুয়ারি তৎকালীন মাদ্রাজ থেকে জাহাজে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮ ফেব্রুয়ারি রাতে পৌঁছন বজবজ বন্দরে। পরের দিন বিশেষ ট্রেনে চেপে কলকাতায় ফিরেছিলেন স্বামীজি। শিয়ালদহ স্টেশনে তখন সংবর্ধনা জানাতে মানুষের ভিড়।
১২৮ বছর আগের ১৯ ফেব্রুয়ারির সেই দিনের স্মৃতি ফিরল বুধবার সকালে। প্রতি বছরের মতো সওয়া ১১টায় বজবজ থেকে বিশেষ ট্রেনে স্বামী বিবেকানন্দের মূর্তি পৌঁছল শিয়ালদহ স্টেশনে। বাইরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুষ্ঠান মঞ্চে আনা হয় সেই মূর্তি। সেখানে পূর্ব রেলের জিএম, কলকাতার নগরপাল-সহ অন্যেরা ছিলেন। মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ বলেন, ‘‘১২৮ বছর আগে শিয়ালদহ স্টেশনের বাইরে এসে ঘোড়ার গাড়িতে উঠেছিলেন স্বামীজি। এক দল ছাত্র ঘোড়া সরিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে যান।’’ এ দিন শোভাযাত্রা রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ), স্বামীজির বাড়ি, বলরাম মন্দির, বাগবাজার মায়ের বাড়ি, কাশীপুর উদ্যানবাটী-সহ স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত স্থান হয়ে সন্ধ্যায় পৌঁছয় আলমবাজার মঠে। উপস্থিত ছিলেন মঠ ও মিশনের সহ-সঙ্ঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দ, স্বামী গিরিশানন্দ এবং সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ-সহ অন্যেরা।