• পরপর ছ’টি ফাঁকা ফ্ল্যাটে চোরের তাণ্ডব, দুর্গাপুরের আবাসনে আতঙ্ক
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ফাঁকা ফ্ল্যাটে পরপর চুরি। একটা-দু’টো নয়, একেবারে ৬টা ফ্ল্যাট। দুর্গাপুরে কাঁকসা থানার গোপালপুরে একটি বহুতল আবাসনে এ ভাবে চুরির ঘটনায় আতঙ্কে বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ওই এলাকায় এই প্রথম এমন চুরির ঘটনা ঘটল। কয়েকদিন আগেই পাশের জেলা পূর্ব বর্ধমানে প্রায় একই পদ্ধতিতে একটি আবাসনে চুরি হয়েছিল। এ বার পশ্চিম বর্ধমানের একটি আবাসনে চোরদের তাণ্ডব।

    ওই আবাসনে ২ জন নিরাপত্তারক্ষী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, রাত একটার পরে ঘুমিয়ে পড়েছিলেন। তার পরেই চোরের দল এসেছে। মেন গেটে তালা দেওয়া ছিল। অনুমান করা হচ্ছে চোরেরা পাঁচিল টপকে ওই আবাসনে ঢোকে। তার পরে আওয়াজ না করে শাবল দিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি করে। কিন্তু চোরেরা কী ভাবে জানল কোন কোন ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে সবাইকে।

    আবাসনের বাসিন্দাদের অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিপ্লব পাল বলেন, এই মুহূর্তে বেশ কিছু আবাসিক বাইরে গিয়েছেন, ফ্ল্যাট তালা বন্ধ ছিল। ২ জন চোর এসেছিল, বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে চুরি করে। তাঁর কথায়, এই প্রথম এমন ঘটনা ঘটেছে। চরম আতঙ্কে রয়েছেন সকলে। বাসিন্দাদের আশঙ্কা, বন্ধ ফ্ল্যাটে যখন এমন তাণ্ডব চালিয়েছে চোরেরা। সেক্ষেত্রে আবাসিকদের উপর হামলা করে মারধর করে চুরি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এক আবাসিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন “কেউই কিছু শুনতে পায়নি। চরম আতঙ্কে রয়েছি।

    আবাসনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরের দল। সেখানে দেখা যাচ্ছে ২ জন চোর একের পর এক আবাসনে ঢুকছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দোষীদের খোঁজ করছে।

  • Link to this news (এই সময়)