মহম্মদ মহসিন, উলুবেড়িয়া
বদলে যাচ্ছে উলুবেড়িয়া থানার ঠিকানা। পুলিশ সূত্রের খবর, আগামী দু’এক মাসের মধ্যে নতুন ভবনে উঠে যাবে এই থানা। ১৬ নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ জংশন নরেন্দ্রমোড়ের পাশে বিশাল এলাকা জুড়ে দু’টি ব্লকের ঝকঝকে তিনতলা ভবন তৈরি হয়ে গিয়েছে।
সেখানে ঝোলানো হয়েছে উলুবেড়িয়া থানার বোর্ড। বসেছে জলের নিজস্ব পাম্প। নতুন থানার সামনের নিচু জায়গায় গাড়ি রাখা ও থানায় ঢোকার জন্য অ্যাপ্রোচ রাস্তা তৈরির কাজও প্রায় শেষের দিকে। এই নতুন ভবন তৈরির দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজ়িং বোর্ড। তিনতলা ভবনে থানার কার্যালয় ও কর্মীদের ব্যারাকও তৈরি হয়েছে।
ভৌগোলিক দিক থেকে দেখলে উলুবেড়িয়া হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সীমানা। প্রশাসনিক দিক থেকে উলুবেড়িয়া একটি মহকুমা শহর। মহকুমা প্রশাসন দপ্তর, আদালত, মেডিক্যাল কলেজ, পুলিশের আধিকারিক–সহ সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যালয় এখানে রয়েছে। এই মুহূর্তে জনসংখ্যা প্রায় চার লক্ষ। তবে যে হারে জনসংখ্যার বাড়ার সঙ্গে কলকারখানার সংখ্যাও বাড়তে শুরু করেছে, তা পর্যালোচনার পরেই এই থানার অধীনে ৩২ আসনবিশিষ্ট উলুবেড়িয়া পুরসভার প্রায় ২১টি ওয়ার্ড, ন’টি গ্রাম পঞ্চায়েত এবং একটি ব্লক অফিস আছে। নগরায়নের কারণে ফ্ল্যাট সংস্কৃতিও তৈরি হয়েছে।
আগে এই থানা এলাকা আগে বিশাল এলাকা জুড়েই ছিল। পরে ২০১৮ সালের জুলাই মাসে এই থানার কিছু এলাকা ভেঙে দিয়ে রাজাপুর থানা তৈরি হয়। তবে উলুবেড়িয়া থানার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি সুচারু ভাবে পরিচালনা করার জন্য থানার ভারপ্রাপ্ত অফিসারের পদকে ইন্সপেক্টর পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
এখন উলুবেড়িয়া থানার অফিস রয়েছে এখানকার বিখ্যাত কালীবাড়ির সামনে। ওই থানা ভবনের সঙ্গে রয়েছে হাওড়া জেলার গ্রামীণ এলাকার মধ্যে একমাত্র মহিলা থানা, পুলিশের কম্পিউটার রুম। যে হারে কাজ বেড়েছে, সেই তুলনায় উলুবেড়িয়া থানার ভবন তুলনায় অনেকটাই ছোট।
নতুন জায়গায় যে তিনতলা ভবনটি তৈরি হয়েছে, সেটা অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। নতুন ভবনের সামনে রয়েছে উলুবেড়িয়া ফায়ার ব্রিগেডের অফিস, পাশেই মহকুমা খাদ্য দপ্তরের অফিস। যোগাযোগের ক্ষেত্রে নতুন থানার পাশে ১৬ নম্বর জাতীয় সড়ক। খুব কম সময়ের মধ্যে হেঁটে উলুবেড়িয়া স্টেশন এবং শহরের মধ্যে যাতায়াতের জন্য ওটি রোডে যাওয়া যায়।
প্রশ্ন উঠছে, নতুন জায়গায় উলুবেড়িয়া থানা উঠে গেলে বর্তমান উলুবেড়িয়া থানার কী হবে? হাওড়া জেলার গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যেখানে উলুবেড়িয়া থানা কাজ করছে, সেই থানা কম্পাউন্ডের মধ্যে এখন মহিলা পুলিশের থানা ও পুলিশের কম্পিউটার রুম আছে। এ ছাড়া পুলিশ ব্যারাকের একটা অংশ পুরোনো থানা অঞ্চলে থাকবে। সেই সব কার্যালয়ের জন্য আরও ঘরের প্রয়োজন রয়েছে।