• হাওড়া থেকে উদ্ধার ১ কোটি টাকার গাঁজা, গ্রেপ্তার ১
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়া থেকে প্রচুর গাঁজা উদ্ধার করা হল। বুধবার সন্ধেবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে নারকোটিক্স সেল ও এসওজি সিআইডি হাওড়া রুরাল জেলার বাউরিয়া থানার অন্তর্গত একটি স্থানে অভিযান চালায়। সেখান থেকে ৭১১.৬৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ৩১ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ছিল এই গাঁজা।

    এই অভিযানে দুটি গাড়ি এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে তল্লাশি অভিযানের সময় সমস্ত মাদকদ্রব্য একটি গুদামের ভূগর্ভস্থ চেম্বারে লুকিয়ে রাখা ছিল এবং কিছু অংশ ওই দুটি গাড়ির লোহার চেম্বারে রাখা ছিল। এই গাড়ির মালিকের নাম শেখ মাজেদ আলি। তিনি বাউড়িয়া থানার বাসিন্দা। অভিযান চলার সময় শেখ মাজেদ আলিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

    প্রাথমিক তদন্তে জানা গেছে শেখ মাজেদ আলি ওড়িশার বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজের কাছে মজুদ করত এবং তা হাওড়া ও পার্শ্ববর্তী জেলাগুলির স্থানীয় এজেন্টদের কাছে বিক্রি করত। যে পরিমানে গাঁজা উদ্ধার করা হয়েছে তার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এদিন  তল্লাশি অভিযানটি ভিডিওগ্রাফি করা হয়। আসামি শেখ মাজেদ আলি এর আগেও গ্রেপ্তার হয়েছিল। উলুবেড়িয়া থানায় তার নাম তোলা রয়েছে। করিমপুর থানার আরও একটি কেসে তার নাম ছিল। সেখানে সে ওয়ান্টেড ছিল। 

    নারকোটিক্স সেল স্বতঃপ্রণোদিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। শেখ মাজেদ আলিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। 
  • Link to this news (আজকাল)