• প্রথমবার বাংলায় নাইট ম্যারাথনের আয়োজন, জঙ্গলমহলে উন্মাদনা তুঙ্গে...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জি: পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে শুরু হতে চলেছে রাত্রি দৌড়। পুরুলিয়া জেলা পুলিশ, পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের পাহাড়ে প্রথমবার নাইট ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে ২২ ফেব্রুয়ারি। 

    নাইট ম্যারাথন নিয়ে পুরুলিয়া জেলার পাহাড় তথা শহরে এক অভিনব উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। নাইট ম্যারাথন উপলক্ষে বুধবার বিকেলবেলায় পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়া শহরে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। পুরুলিয়া শহরে এই শোভাযাত্রার প্রতিনিধিত্ব করেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পুরুলিয়া জেলার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী এবং পুলিশের সকল কর্মীবৃন্দ এবং তার সঙ্গে পুরুলিয়া শহরের আম জনতা। 

    এই শোভাযাত্রা মধ্যে ছৌ-নৃত্য পরিবেশন করেন ছৌ নৃত্যের শিল্পীরা। চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পীরা এবং সঙ্গীত জগতের শিল্পীরা, বিশিষ্ট ক্রীড়াবিদরা নাইট ম্যারাথনে অংশগ্রহণ করবেন। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, এই নাইট ম্যারাথন অযোধ্যা পাহাড়ের হিল টপ থেকে আপার ড্যাম অব্দি এবং আপার ড্যাম থেকে হিল টপ পর্যন্ত নাইট ম্যারাথন শেষ হবে। 

    পুরুলিয়ার জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি আরও জানান, 'আমার জানা নেই কিন্তু মনে হয় এই প্রথম পাহাড়ে পশ্চিমবঙ্গের মধ্যে নাইট ম্যারাথন হচ্ছে।যার ফলে সারা ভারতবর্ষ থেকে আমরা সাড়া পেয়েছি। এখনও পর্যন্ত এক হাজার নাম নথিভুক্ত হয়েছে।  শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম এর মধ্যিখানের অংশে এসে আমরা নাইট ম্যারাথনের মহিলা এবং পুরুষ অংশগ্রহণকারীদের জার্সি, মেডেল প্রদান এবং থিম সং-এর শুভ সূচনা করলাম।' 

    পুলিশ সুপার এও জানিয়েছেন, এই নাইট ম্যারাথনের শেষে নামী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। মূলত পুরুলিয়া জেলার সংস্কৃতিকে বজায় রাখার জন্য  আদিবাসী যে সকল শিল্পীরা আছেন, তাঁরাও সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি ছৌ নাচ, নাটুয়া, নাচনি, ঝুমুর, ভাদু, টুসু, সবকিছু অনুষ্ঠিত হবে। খ্যাতনামা আদিবাসী শিল্পী কল্পনা হাঁসদা সঙ্গীত পরিবেশন করবেন। ম্যারাথনের শেষে এই অযোধ্যা পাহাড়ে হিল টপে আট থেকে দশ হাজার সাধারণ মানুষ পঙক্তি ভোজনের সামিল হবেন।
  • Link to this news (আজকাল)