• ভয়, সংশয়, দুর্বলতার কথাই উঠে আসছে সিপিএম-এর রাজ্য সম্মেলনে
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিপিএমের  ২৭তম রাজ্য সম্মেলন। ক্ষমতা হারাবার পর কেটে গিয়েছে ১৪ বছর। এই সময়ে হয়েছে চার চারটে সম্মেলন। প্রতিবারই 'মানুষকে সঙ্গে নিয়ে বৃত্ত বড় করার' কথা বলা হলেও বেড়ালের গলায় ঘন্টা সেভাবে কেউ বাঁধতে পারেনি। এই পরিস্থিতিতে আগামী ২২-২৫ ফেব্রুয়ারি হুগলির ডানকুনিতে রাজ্য সম্মেলনে পার্টি সংগঠনের 'রক্তক্ষরণ' নিয়ে খসড়া প্রতিবেদন পেশ করবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

     প্রতিবেদনে উল্লেখ হয়েছে নিচুতলায় 'ভয়' এবং 'সংশয়ের' কথা। নিচুতলায়, বিশেষত বুথ স্তরে নিষ্কৃয়তা এবং গোষ্ঠীদ্বন্দ্বের কথাও উঠে এসেছে রিপোর্টে। আবার নিচুতলার অভিযোগও রয়েছে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। একাংশের বক্তব্য এখনকার নেতাদের একটা বড় অংশই বাম জমানায় নিরাপদ কাঠামোয় উঠে আসা। বিরোধী রাজনীতি করার কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। এদের বডি ল্যাঙ্গুয়েজেও বোঝা যায় না যে এরা বিধানসভা এবং সংসদে শূণ্য। ৩৪ বছরে তৈরি হয়েছে নানা পিছুটান। ফলে এরা আন্দোলনে ঝাঁঝ আনতে ব্যর্থ। এই আপোষকামী মনোভাব সম্পন্ন নেতারাই বিভিন্ন কমিটির মাথায়। 

    পাশাপাশি, রয়েছে 'মরসুমি' জোট নিয়ে ক্ষোভ। প্রায় ২৫ হাজার জনের সদস্যপদও খারিজ করেছে দল নানা কারণে। গোদের ওপর বিষফোঁড়া মহম্মদ সেলিম এবারও সম্পাদক পদে থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা। সীতারাম ইয়েচুরি মারা যাওয়ার পরে সর্বভারতীয় স্তরে সর্বজন গ্রাহ্য মুখ আর কেউ নেই সিপিএমের। অতএব তাকেই সাধারণ সম্পাদক করার কথা ভাবছে একে গোপালন ভবন। সবমিলিয়ে অন্ধকার সুড়ঙ্গে চলতে থাকা সিপিএমকে আলোর দিশা কতটা দেখাতে পারবে এই সম্মেলন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে দলীয় কর্মীদের মনে। 
  • Link to this news (আজকাল)