শেয়ারে লটারির টিকিট কিনে বাজিমাত, একসঙ্গে কোটিপতি হলেন তিন ফেরিওয়ালা ...
আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শেয়ারে লটারির টিকিট কিনে বাজিমাত। কোটিপতি হলেন তিন ফেরিওয়ালা। সকলেই কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার বিকেলে এই কোটিপতি হওয়ার খবর পাওয়ার পরেই তাঁরা নিরাপত্তার স্বার্থে তুফানগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আপাতত তাঁদের নিরাপত্তার দিকটি পুলিশ খেয়াল রাখছে বলে জানা গিয়েছে।
বুধবার গাজী রহমান, নজরুল আলি এবং রঞ্জন আলি যৌথভাবে বুধবার সকালে তাঁদের এলাকার একটি দোকান থেকে যৌথভাবে একটি টিকিট কেনেন। বিকেলেই তাঁরা জানতে পারেন তাঁদের কেনা টিকিটে উঠেছে ১ কোটি টাকার পুরস্কার। প্রাথমিকভাবে তাঁরা বিষয়টি বিশ্বাস করতে পারেননি। যে দোকান থেকে টিকিট কিনেছিলেন সেখানে গিয়ে বিষয়টি নিয়ে নিশ্চিত হন তাঁরা। এরপরেই নিরাপত্তার কথা ভেবে থানায় চলে যান।
নজরুল আলি বলেন, 'আমরা তিনজন ৩০০ টাকা যৌথভাবে দিয়ে একটি টিকিট কেটেছিলাম। এরপর দোকান থেকে ফোন করে বলা হয় আমাদের টিকিটে ১ কোটি টাকা পুরস্কার উঠেছে। আমরা তাড়াতাড়ি ওই দোকানে চলে যাই। এরপর বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পর আমরা কিছুটা ভয়ও পাই। দেরি না করে তুফানগঞ্জ থানায় চলে যাই। তাঁরা আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। এই টাকাটা আমরা আমাদের ব্যবসার কাজে লাগাব।'