• হাতে গুলি, আহত চন্ডীতলা থানার ওসি, গঠন করা হল ফ্যাক্ট ফাইন্ডিং টিম...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: গভীর রাতে চলল গুলি। আহত হয়েছেন চন্ডীতলা থানার ইনচার্জ জয়ন্ত পাল। গুলি লাগে তাঁর বাম হাতে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার ঘোষপাড়া এলাকায়। গভীর রাতে হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। চন্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পালের বাম হাতে গুলি লাগে। জানা গেছে, পুলিশ অফিসারের সঙ্গে গাড়িতে এক যুবতী ছিলেন। সঙ্গে ছিলেন আরও দুই ব্যাক্তি। তবে সেই দু'জন ছিলেন পিছনের গাড়িতে। গাড়ি করে যাওয়ার সময় ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হঠাৎ দাড়িয়ে পরে গাড়ি। ওই মহিলার সঙ্গে বচসা শুরু হয় পুলিশ অফিসারের। তারপরেই হঠাৎ গুলি চলে। গুলি অন্য কেউ চালিয়েছে, নাকি পুলিশ অফিসার নিজেই চালিয়েছেন, সেটা এখনও পরিষ্কার নয়। আহত পুলিশ অফিসারকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারী হাসপাতালতে।

    হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীন চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পাল। এদিন গুলি চলার ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশের তরফে একটি " ফ্যাক্ট ফাইন্ডিং টিম" গঠন করা হয়েছে বলে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে। ঠিক কী হয়েছিল এবং কেন গুলি চলল। ওই পুলিশ অফিসার কেন ওখানে গিয়েছিলেন। যুবতীর ভূমিকা কী। সব খতিয়ে দেখার পাশাপাশি টিমের সদস্যরা ঘটনার অনুসন্ধান করে একটি রিপোর্ট হুগলী জেলা গ্ৰামীণ পুলিশ সুপারের কাছে জমা দেবেন। সেই রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশও।
  • Link to this news (আজকাল)