• নড়েচড়ে বসল প্রশাসন, বন্ধ হল শান্তিনিকেতন অবনীন্দ্রনাথ ঠাকুরের 'আবাস' ভাঙার কাজ...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে বন্ধ হল অলকেন্দ্রনাথ ঠাকুর নির্মিত অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি 'আবাস' ভাঙার কাজ। শান্তিনিকেতনের অবনপল্লিতে অবস্থিত এই বাড়িটি রবীন্দ্র-উত্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। কিন্তু সম্প্রতি আবাসন নির্মাণের উদ্দেশ্যে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।

    স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির কিছু অংশ ভাঙার কাজ চলছিল। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিষয়টি নজরে আসে প্রশাসনের। বোলপুর পৌরসভার কর্তারা তৎপর হয়ে সরেজমিনে তদন্ত করেন এবং অবশেষে বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, 'আবাস' শুধুমাত্র একটি বাড়ি নয়। এটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরার অন্যতম প্রতীক।

    বিশেষজ্ঞ মহল মনে করছে, ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের জন্য যথাযথ নীতি প্রয়োগ করা প্রয়োজন। শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এমন বাড়িগুলোর গুরুত্ব আরও বেড়েছে। 'আবাস' বাড়ির ধ্বংসপ্রক্রিয়া বন্ধ হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে ভবিষ্যতে যাতে এমন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া হয়, সে দাবিও উঠেছে।

    বোলপুর পৌরসভার এক কর্তা জানান, বিষয়টি পুনর্মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় ও সাংস্কৃতিক মহলের তরফে দাবি উঠেছে, 'আবাস' যেন পর্যটন ও গবেষণার কেন্দ্র হিসেবে সংরক্ষিত হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঠাকুরবাড়ির এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।
  • Link to this news (আজকাল)