পরীক্ষা শুরুর ঠিক আগে অন্ধকারে ঢেকে গেল স্কুল, প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি মাধ্যমিক পরীক্ষার্থীদের
আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: মাধ্যমিকের শেষ পরীক্ষা, আকাশ কালো করে বৃষ্টি। তার মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট। মুহূর্তে গোটা পরীক্ষা কেন্দ্র ঢেকে গেল অন্ধকারে। যদিও ওই অবস্থায় সমস্যা হয়নি পরীক্ষার্থীদের। স্কুল পরিচালন সমিতির সক্রিয় হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। চলে পরীক্ষা পর্ব।
বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা, ভৌতবিজ্ঞান। পরীক্ষার্থীরা সময় অনুযায়ী হরিপালের বাসুদেবপুর বিদ্যামন্দিরে হাজির হয়েছিল। বিপত্তি বাধে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে। আচমকা আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার সময় হঠাতই চারদিক অন্ধকার হয়ে যায়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক তৎক্ষণাৎ স্কুলের সভাপতি স্বরূপ মিত্রকে বিষয়টি জানান। দ্রুততার সঙ্গে বিষয়টি দেখার অনুরোধ করেন। হরিপালের বিডিও পারমিতা ঘোষকে সমস্যার বিষয়ে জানান তিনি। বিডিও পারমিতা ঘোষ রাজ্য বিদ্যুৎ পর্ষদের স্টেশন ম্যানেজারের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় পুনরায় স্কুলে বিদ্যুৎ সংযোগ ঘটান। শুরু হয় পরীক্ষা। নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরে খুশি পরীক্ষার্থীরা।