বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু কলকাতা-সহ জেলায় জেলায়, কত দিন চলবে? আবহাওয়ার আপডেট
আজ তক | ২০ ফেব্রুয়ারি ২০২৫
বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টি হতে পারে।
কতদিন চলবে বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আজ বিকেলের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৫২ শতাংশ।