• তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুঃসাহসিক হামলা
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • রায়গঞ্জ, নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ভোররাতে রায়গঞ্জের এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুঃসাহসিক হামলার অভিযোগ। ১০ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে গালিগালাজ, ও পরে পাথর, আধলা ইটের বৃষ্টি করা হয় বলে অভিযোগ। এমনকী গুলি, বোমা ছোড়া হয়েছে বলেও দাবি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর এলাকায়। রায়গঞ্জ থানার পুলিস একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।


    উল্লেখ্য, সাম্প্রতিককালে মালদায় তৃণমূলে নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এমন আবহে রায়গঞ্জের এই ঘটনা জেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।


    স্থানীয় ও পুলিস সূত্রে খবর, ঘটনার সূত্রপাত এদিন ভোর সাড়ে তিনটা নাগাদ। পাঁচ-ছ'জন মদ্যপ দুষ্কৃতী আচমকা হানা দেয় রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর বেলতলা এলাকায় মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়িতে। প্রায় ঘণ্টাখানেক ধরে তারা তাণ্ডব চালায় বলে অভিযোগ। এদিকে ভোররাতে এমন তাণ্ডবে রীতিমতো আতঙ্কে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী জেলার যুব তৃণমূল নেতা কুশল প্রামাণিক।


    পঞ্চায়েত প্রধানের অভিযোগ, “বাড়িতে ঘুমাচ্ছিলাম। এমন সময় আচমকা বোমাবাজির আওয়াজ শুনি। গুলির শব্দ শুনি। তার কিছুক্ষণের মধ্যে গালিগালাজ করেছে, সঙ্গে বড়বড় পাথর আমাদের বাড়ি লক্ষ্য করে ফেলা হতে থাকে। বাড়ির জানলা দরজার কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা স্বামী স্ত্রীও একটুর জন্য রক্ষা পেয়েছি।”
  • Link to this news (বর্তমান)