জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরে ঘুরলেই বিধানসভা ভোট। ফের বিজেপির 'উত্তরবঙ্গ তাস'? 'যদি কাজ না করতে পারে, উত্তরবঙ্গকে আলাদা করে দিক', বিধানসভায় এবার রাজ্যভাগের দাবি তুললেন জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
এর আগেও একাধিকবার উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুলেছেন বিজেপির একাধিক নেতা, বিধায়ক, এমনকী সাংসদও। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক দাবি, 'উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা মানুষ বলছেন। আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবেন, সেটা তো এখানে(বিধানসভায়) পৌঁছে দেওয়া দরকার। মানুষ বারবার বলছে, আমার এখানে নদী ভেঙে গিয়েছে, ভাঙনের রোধে কোনও ব্যবস্থা নেই। কোনও কর্মসংস্থান নেই। সবকিছু নিয়ে মানুষের এত ক্ষোভ! মানুষ বলছে, আপনারা কী করছেন? বিধানসভা আপনাদের পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তাভাবনা করুন। গিয়ে বলুন, তারা যদি কাজ না করতে পারে, উত্তরবঙ্গকে আলাদা করে দিক। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া-টোয়া চলছে, সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাই'। বিধায়কের সাফ কথা, 'যদি কাজ না পারেন মুখ্য়মন্ত্রী, অবশ্যই উত্তরবঙ্গকে আলাদা করে দিক'।
এদিকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি খারিজ করে দিয়েছেন পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, 'আবার জিগির তোলার চেষ্টা করছে, বাংলাকে ভাগ হতে দেব না, এটা আমাদের শপথ। বাংলার মানুষ চায়ও না, উত্তরবঙ্গের মানুষ চায়ও না। বলছেন না, লোকাল মানুষের প্রতিনিধি হয়ে বলছি। লোকাল মানুষ মানে বিজেপির মানুষই বলছে। এর বাইরে কেউ বলছে না। ওদের মধ্য়েই অনেকেই এই ভাগ চেয়েছিল। অতীতেও চেয়েছিলেন। ল, এবারে আমরা উত্তরবঙ্গ পেয়ে গিয়েছি। কিন্তু তারপরেও জেতেননি ওরা। নির্বাচনে জেতার কোনও সম্ভাবনা ওদের নেই, কোনওভাবেই নেই। চেষ্টা করলেও ছাব্বিশে কিছু করতে পারবে না'।