শপিং মল থেকে প্রচুর টাকার কেনাকাটি বান্ধবীর! কথা কাটাকাটির জেরেই নিজের হাতে গুলি চণ্ডীতলার আইসির
প্রতিদিন | ২০ ফেব্রুয়ারি ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাঝরাতে হাওড়ায় (Howrah) ‘শুট আউট’ রহস্যের সমাধান! শপিং মল থেকে অতিরিক্ত কেনাকাটি! একধাক্কায় ২৮ থেকে ৩০ হাজার টাকার শপিং করেছিলেন চণ্ডীতলার আইসির বান্ধবী। তা নিয়েই গাড়ির মধ্যে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই ফলস্বরূপ পুলিশ আধিকারিক কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে নিজেই নিজের বাঁ হাতে গুলি চালান। ইতিমধ্যে ঘটনার তদন্তে বিশেষ টিম তৈরি হয়েছে। তারা হুগলির গ্রামীণ পুলিশের কাছে রিপোর্ট দেবে।
জানা গিয়েছে, হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের সঙ্গিনী সাঁকরাইল থানা এলাকার পোদরার বাসিন্দা টিনু দাম। বুধবার তাঁরা কেনাকাটি করতে গিয়েছিলেন। সূত্রের খবর, শপিং মল থেকে প্রায় ২৮-৩০ হাজার টাকার বাজার করেছিলেন। আর তাই নিয়েই গাড়ির মধ্যে ওই পুলিশ অফিসারের সঙ্গে বচসা বাঁধে। ঝগড়া করতে করতেই মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের গৌড়িয় মঠ পেট্রোল পাম্পের সামনে নামেন ওই পুলিশ অফিসার। গাড়িতে বসে থাকা অন্য দুই যুবকও গাড়ি থেকে নেমে দুজনকে থামাতে চেষ্টা করেন। কিন্তু এরপর উল্টোদিকের গলিতে ঢুকে যান জয়ন্ত। সেখানেই কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে নিজেই বাঁ হাতে গুলি চালান। আইসির হাওড়ায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ এমনটাই জানতে পেরেছে।
তবে ওই পুলিশ অফিসার নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়েছেন না অন্য কোনও বেসরকারি অস্ত্র ব্যবহার করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। কারণ ঘটনাস্থল থেকে পাওয়া গুলির খোলটি প্রাথমিক ভাবে ৭ এমএমের বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই পুলিশ অফিসার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হাতে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। ঘটনার সময় ওই পুলিশ অফিসারের সঙ্গে থাকা ওই তরুণী-সহ আরও দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।