শংকরকুমার রায়, রায়গঞ্জ: ভোররাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা। ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মাড়াইকুড়া এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মাড়াইকুড়া পঞ্চায়েতের প্রধান তৃষা রায়। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে আচমকা ওই মহিলার বাড়িতে হামলা চালায় সশস্ত্র বাহিনী। রীতিমতো ইটবৃষ্টি হয়। একের পর এক ভাঙতে থাকে জানলার কাচ। সেই সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তৃষা ও তাঁর পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী। আটক করা হয়েছে এক তৃণমূল নেতাকে।
এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, “আমি শাসক দলের প্রধান। তা সত্ত্বেও আমার উপর হামলা। তাহলে সাধারণ মানুষের কী অবস্থা।” এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জে স্বাভাবিকভাবে চরম আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে। ঘটনার নেপথ্যে রাজনীতি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।