ইসলামপুরের প্রাইমারি স্কুলে ৩ কোটি টাকার বই চুরি! ২ বছর পর সিআইডি তদন্তের নির্দেশ হাই কোর্টের
প্রতিদিন | ২০ ফেব্রুয়ারি ২০২৫
গোবিন্দ রায়: ইসলামপুর প্রাইমারি স্কুলের বইচুরির ঘটনার ২ বছর পর সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, মাত্র দুজন এই ঘটনার পিছনে থাকতে পারে না। তদন্ত করে সিআইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের ডিসেম্বরে। ওই সময় উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে প্রায় দু’লক্ষ বই চুরি হয়। যার দাম প্রায় ৩ কোটি টাকা। স্কুল পড়ুয়াদের জন্য ওইসব বই রাজ্য শিক্ষা দপ্তর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে। তার পর তা বিনামূল্যে পড়ুয়াদের বিলি করা হয়। কিন্তু অভিযোগ, ঘটনার পর দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া এগোয়নি। চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। তাই আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় আদালতে।
সেই মামলার শুনানিতে গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। গতমাসে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট দিতেও বলা হয়েছিল আদালতের তরফে। বৃহস্পতিবার সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, এদিন ফের আদালত বলেছে, “মাত্র দুজন এই চুরি করতে পারে না।” এই ঘটনায় ধৃত দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত।