মমতার বিরুদ্ধে ক্ষতিপূরণ দেওয়াতেও হিন্দু - মুসলমান করার অভিযোগ তুললেন শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ২০ ফেব্রুয়ারি ২০২৫
তীর্থ করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে রাজ্যপালকেও অভিযোগ জানিয়েছেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর একথা জানিয়েছেন শুভেন্দুবাবু।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘১০ বছর আগে হজে গিয়ে ২ জন তীর্থযাত্রী মারা গিয়েছিলেন। দুঃখজনক। আমাদের সমবেদনা আছে। তাঁরাও আমাদের রাজ্যের বাসিন্দা। আমাদের দেশের নাগরিক। মুখ্যমন্ত্রী সরকারি টাকায় তাদের ১০ লক্ষ টাকা করে চেক দিয়েছিলেন। কোন ফান্ড থেকে দিয়েছিলেন জানি না। কুম্ভে পদপিষ্টের ঘটনায় পশ্চিমবঙ্গের ৩ জন চিহ্নিত হয়েছেন। ইতিমধ্যে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার তাদের অ্যাকাউন্টে ২৫ লক্ষ টাকা করে পাঠিয়ে দিয়েছে। তারা চেক পেয়েছে, আমাদের বলেছে। এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না।’
এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আপনি তো বলেছেন, আমি সবাইকে সমান চোখে দেখি। আপনি তো বলেছেন, আপনি সেকুলার। আপনি তো বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আপনি এক্ষেত্রেও উপযুক্ত সমপরিমাণ অর্থ কেন দেবেন না। এই পরামর্শ যেন রাজ্যপাল রাজ্য সরকারকে দেন।’