'হিন্দুদের কাছে আপনি প্রশ্নচিহ্ন হয়ে গেছেন, লাইনে এসে গেছেন আপনি'
হিন্দুস্তান টাইমস | ২০ ফেব্রুয়ারি ২০২৫
রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় নিজেকে বার বার হিন্দু বলে প্রমাণ করতে উদ্যত হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিদ্রূপে ভরান শুভেন্দুবাবু। বলেন, আপনাকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ। তার মানে আপনি লাইনে এসে গেছেন।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘বিজেপি বিধায়কদের বাইরে বার করে দিয়ে যা খুশি বলে চলেছেন ১ ঘণ্টা ধরে। আমি ব্যাঙাচি, আমি ব্রাহ্মণ, ভালো লাগছে। হিন্দুদের কাছে আপনি প্রশ্নচিহ্ন হয়ে গেছেন। আপনাকে বলতে হচ্ছে আমি হিন্দু, আমি বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য, আমি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে ঘুমাই, খুব ভালো লাগছে। লাইনে এসে গেছেন আপনি।’
এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য রাজ্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আবেদন জানান বিজেপি বিধায়করা। এব্যাপারে রাজ্যপালকে স্পিকারকে নির্দেশ দেওয়ার দাবি জানান তাঁরা।
এদিন হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা নিয়েও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, কোনও প্রশ্ন করা যাবে না। করনেই সাহেবা রেগে যাবে। আমরা বলেছি, রাজ্যপাল সাংবিধানিক প্রধান তাই তাঁকে সবটা জানিয়েছি।