টাকা দিয়ে সম্মান পেয়েছে রাজ্য, দাবি করায় হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ
হিন্দুস্তান টাইমস | ২০ ফেব্রুয়ারি ২০২৫
রাজ্যের আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধ স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলল শাসকদল তৃণমূল। খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অভিযোগ গ্রহণ করে ২৪ ফেব্রুয়ারির মধ্যে তাঁর লিখিত জবাব তলব করেছেন স্পিকার।
বুধবার বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালীন গুরুতর অভিযোগ তোলেন হিরণবাবু। তিনি বলেন, রাজ্যের একাধিক প্রকল্প ও দফতর ‘স্কচ’ পুরস্কার পেয়েছেন। মোটা টাকার বিনিময়ে এই পুরস্কার কিনেছে রাজ্য। এজন্য ১১ লক্ষ টাকা খরচ করেছে রাজ্য সরকার। হিরণ এই দাবি যখন করছেন তখন চেয়ারে ছিলেন ডেপুটি স্পিকার। তিনি হিরণকে বলেন, এই দাবির সমর্থনে তাঁকে নথি জমা দিতে হবে। বৃহস্পতিবার হিরণ সেই নথি জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
চন্দ্রিমার আনা স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি হিরণকে মৌখিকভাবে ২৪ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন বলে জানা গিয়েছে।
এই নিয়ে হিরণ বলেন, আমাকে মৌখিকভাবে লিখিত জবাব দিতে বলেছেন স্পিকার। কিন্তু লিখিত জবাব পেতে গেলে আমাকে লিখিতভাবে জানাতে হবে। আমার কাছে সব নথি রয়েছে। আমি যা বলেছি সব ক্যাগ রিপোর্টে রয়েছে। আমি সেই কথাই বলেছি।
ইন্টারনেটে থাকা তথ্য অনুসারে ‘স্কচ’ পুরস্কার পরিচালনা করে Sameer Kochhar নামে এক ব্যক্তির মালিকানাধীন কোম্পানি। Sameer Kochhar এর নামের অদ্যক্ষর অনুসারে এই পুরস্কারের নামকরণ হয়েছে। প্রশাসন, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দিয়ে থাকে এই সংস্থা। শুধু তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার নয়। দেশের বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যের একাধিক প্রকল্প এই পুরস্কার পেয়েছে।