• ইসলামপুরের বই চুরির ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ, দু’‌বছর পর দিল কলকাতা হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ইসলামপুর প্রাইমারি স্কুলের বই চুরির ঘটনায় মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। দু’‌বছর পর আজ, বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ, মাত্র দু’‌জন এই ঘটনার পিছনে থাকতে পারে না। তদন্ত করে সিআইডিকে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই চুরির ঘটনায় সিআইডি তদন্ত করবে। আর ১২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে নিম্ন আদালতে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে ২০২২ সালের ডিসেম্বর মাসে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে প্রায় দু’লক্ষ বই চুরি হয়ে যায় বলে অভিযোগ। যার আর্থিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। স্কুল পড়ুয়াদের শিক্ষায় উন্নতির জন্য ওই বইগুলি রাজ্য শিক্ষা দফতর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে আসে। প্রাথমিক স্কুলগুলি জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে বই সংগ্রহ করে। তার পর সেসব বিনামূল্যে পড়ুয়াদের বিলি করা হয়। অভিযোগ উঠেছে, ওই ঘটনার পর দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া সে ভাবে এগোয়নি। বই চুরির ঘটনার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তাই এই ঘটনা নিয়ে আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে।


    অন্যদিকে এই আবেদন করে জনস্বার্থ মামলা হয়। যে মামলার আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং কার্তিককুমার রায়। তাঁদের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এডিজি সিআইডি একজন দক্ষ অফিসারকে দিয়ে এই মামলার তদন্ত করবে। যাঁকে এই দায়িত্ব দেওয়া হবে তিনি তা সঠিকভাবে করবেন। এই বই চুরির মামলার তদন্তে শিক্ষা দফতর, জেলাশাসককে সহযোগিতা করতে হবে। এমনকী প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘মনে হচ্ছে এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র। রিকশায় করে তো বই নিয়ে যাওয়া সম্ভব নয়।’

    আজ বই চুরির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিনও আদালত বলেছে, ‘‌মাত্র দু’‌জন এই চুরি করতে পারে না।’‌ এই ঘটনায় ধৃত দু’‌জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এখন তাঁরা জামিনে মুক্ত। মামলাকারীরা সিবিআই তদন্তের আবেদন করেছিলেন। যাতে চুরি হওয়া বইয়ের কিনারা হতে পারে। পুলিশ কী পদক্ষেপ করেছে?‌ জানতে চাওয়া হলে কলকাতা হাইকোর্টকে রাজ্য জানিয়েছিল, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নভেম্বর মাসে চার্জশিট ফাইল করা হয়েছে। অনেক বই উদ্ধার হয়েছে। কিন্তু বিপুল পরিমাণ বই যেহেতু এখনও মেলেনি তাই সিআইডি তদন্তের নির্দেশ দিল উচ্চ ন্যায়ালয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)