বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন, মনোরঞ্জনকে মনে করালেন সুকান্ত
হিন্দুস্তান টাইমস | ২০ ফেব্রুয়ারি ২০২৫
পশ্চিমবঙ্গের পতাকা তৈরির দাবি তোলায় বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, যতদিন এই ধরণের লোক তৃণমূলে থাকবে আর তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন পশ্চিমবঙ্গের মানুষের কপালে দুঃখ আছে।
এদিন সুকান্তবাবু বলেন, ‘মনোরঞ্জন ব্যাপারী নিজের ইতিহাসটা ভুলে গেছেন হয়তো। উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন। বাংলাদেশে উনি সেকুলারিজম চালাতে পারেননি। উনি নিজের ধর্ম বাঁচাতে পূর্ব পাকিস্তান থেকে এপারে চলে এসেছিলেন। এখন পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র করার জন্য উনি চিন্তা ভাবনা করছেন। এই ধরণের উপদ্রবী লোকেরা যতদিন তৃণমূল কংগ্রেসে থাকবে। আর তৃণমূল কংগ্রেস যতদিন বাংলার ক্ষমতায় থাকবে আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসছে।’
বুধবার পশ্চিমবঙ্গের জন্য আলাদা পতাকা তৈরির দাবি তোলেন মনোরঞ্জনবাবু। আলাদা রাজ্য সংগীতের মতো রাজ্যের আলাদা পতাকা তৈরির দাবিতে সরব হন তিনি। মনোরঞ্জনবাবু বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ও সমস্ত বিধায়কদের কাছে আমি একটা আবেদন রেখেছি। অন্যান্য রাজ্যের রাজ্যসংগীত ও রাজ্য পতাকা রয়েছে। আমরা আমাদের রাজ্য সংগীত পেয়েছি। আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকার ভাবনা চিন্তা করা হোক। যে পতাকার মধ্য দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি ও নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে। প্রয়োজন আর অপ্রয়োজন, এটা একটা আপেক্ষিক শব্দ। জামা গায়ে না দিলে কী হত? কিন্তু দিয়েছি। বাঙালি জাতি সাহিত্য, সংস্কৃতি ও মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের অনেক রপাজ্যের নিজস্ব পতাকা রয়েছে।’