• বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন প্রধান বিচারপতি
    হিন্দুস্তান টাইমস | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এই মামলা কোন বেঞ্চে যাবে তা পরে জানাবেন প্রধান বিচারপতি।

    আরজি কর কাণ্ডের দিন গত ৯ অগাস্ট হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে গিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে ধর্ষণ ও খুনের শিকার তরুণী চিকিৎসকের নাম উল্লেখ করেন। এর পরই শুরু হয় বিতর্ক। কী ভাবে একজন পদস্থ পুলিশ আধিকারিক ধর্ষিতার নাম প্রকাশ করে দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এর পর বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।

    বুধবার সেই মামলায় নতুন করে আবেদন করেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবী। এর পর মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু শুনানি শুরুর আগেই প্রধান বিচারপতি জানিয়ে দেন ব্যক্তিগত কারণে এই মামলাটি শুনবেন না তিনি। কিন্তু কী কারণ তা জানাননি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এর ফলে মামলাটি অন্য কোনও বেঞ্চে যাওয়া কার্যত অবধারিত হয়ে গেল। তবে কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও ঠিক করেননি প্রধান বিচারপতি। দিনকয়েকের মধ্যে তা ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)