• ‘ডাক্তারবাবু কী করেছে, মাকে সবটা বলব’, দাঁতের ডাক্তারখানা থেকে বেরিয়ে মারাত্মক দাবি নাবালিকার
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • দাঁতের ডাক্তারের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ। এক নাবালিকাকে খারাপ ভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। নদিয়ার নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার। বৃহস্পতিবারের এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে।

    জানা গিয়েছে, এ দিন নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে বাবার সঙ্গে দাঁতের ডাক্তার দেখাতে এসেছিল ওই নাবালিকা। নাবালিকার বাবা জানান, তাঁর স্ত্রীরও ডাক্তার দেখানোর কথা ছিল। সে সময় এক্সরে করাতে গিয়েছিলেন স্ত্রী। মেয়েকে ডাক্তারখানায় বসিয়ে স্ত্রীকে দেখতে যান নাবালিকার বাবা। অভিযোগ, তখনই ওই চিকিৎসক তাঁর মেয়ের সঙ্গে অভব্যতা করেন।

    এমনও অভিযোগ, সহকারীকে সেই সময় অন্য কাজে বাইরে পাঠিয়ে দেন ডাক্তার। মেয়েকে নিয়ে নাবালিকার বাবা ডাক্তারখানা থেকে বেরোতেই, মেয়ে অন্যরকম ব্যবহার করতে থাকে। চাপ দিতে, মেয়ে বলে, মাকে বলবে সবটা। এর পরই মাকে জানায়। বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়ে যায়। এলাকার লোকজন ভিড় করেন সেখানে। ডাক্তারকে চড় থাপ্পড়ও দেওয়া হয়। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই চিকিৎসককে নিয়ে যায়।

  • Link to this news (এই সময়)